কবি ও বিপ্লব

হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায় মন,
ডিপ্রেশন না হরমোন আমি জানি না;
সাময়িক অসামঞ্জস্য যখন তুলে ধরে বেড়াজাল,
দূরত্ব এসে বলে আমি মহাকাল,
সময়ের ভ্রূণ আমার গর্ভে ঘুমিয়ে আছে!

দূরত্ব কখনো গভীরতা বাড়িয়ে দ্যায় বিঘত মেপে।

বন্দুক ফেলে কলম তুলে নেয় আঙুলেরা,
বিপ্লব আসে, হাওয়ায় ভাসে কবিতার গন্ধ,
অন্ধত্ব তুলিতে রাঙায় অন্ধকারের মায়াজাল,
তখন কবি এসে বলে আমি মহাকাল,
বিপ্লবের ঋণ আমার রক্তে মিশে আছে।।


১৮.০২.২০১৭

Comments