পালিয়ে যেতে সময়
লাগবে দুই মিনিট
পালিয়ে যাওয়ার সঙ্গী
বলতে ডাকটিকিট
মন হারাবার আধার
খুঁজলে পাবো কোথায়?
উন্মাদেরা রাখছে
এখন পা হাওয়ায়।
ঝড়ে হয়ে গ্যালো
এলোমেলো কবে একলা ঘর
মন্ত্রণা দেয়
রণদামামার তীব্র স্বর
কালীয়দমনে
লোকসান হয় কার বেশি?
নিশাচরী না
জংগিপুরের এলোকেশী?
শহরজুড়ে সাজানো
আছে প্রেমের ফাঁদ
নেশায় মাখামাখি
হয়ে তুই একলা কাঁদ
শর্ত ধরে
রঙমিলন্তি প্রেম তো নয়
তোর দোষ নেই একই
ভুল তো খুদারও হয়।
২৫.`০৪.`২০১৭
Oshadharon.
ReplyDeleteধন্যবাদ
Delete