টানাপড়েন

পেশীশক্তির চোখের জলে দিন আসে আর সন্ধ্যে ঢলে
নর্মপোশাক ছেড়ে খুঁজছি মুক্তি পাবো কবে?
আমায় চাইবে ভাবছ যদি তোমার কাছে একক দাবী
খুঁজে দাও জিপিএস লোকেশন তেপান্তর মাঠের!
নিকোটিনের আস্কারাতে খুব জলপিপাসা মাঝরাতে কিন্তু
হারিয়ে গ্যাছে অবাক জলপান ছেলেবেলায়;
আজগুবি বলে আমায় নিউরোন তবু মগজ বলছে আছে ঠিকই কোথাও সেই সংযোগ
ভেঙেচুরে দাও যত সম্ভোগ আমি জীবন হতে চাই তোর শিরায় শিরায় শিরায় উপার্জিত ক্ষোভ!

ছায়ার ভেতর যুদ্ধ আমার মগজে মস্তিষ্কে বাঁচার
তোর ঘরের হদিস ভুলে যাই রত্তি অজুহাতে
পাশবালিশে পাঁজরাতে আর সম্মোহনী দিনরাতে দ্যাখো
ভাঙছে হৃদয় এক্সট্রা সময় কোল্যাপ্সিবল হাতে;
ঘড়ির কাঁটার যাতায়াত আর আলোছায়ার শুরুয়াৎ
আমি সকাল দেখতে চাই শুধু তোর সাথে;
আজগুবি বলে আমায় নিউরোন তবু মগজ বলছে আছে ঠিকই কোথাও সেই সংযোগ
ভেঙেচুরে দাও যত সম্ভোগ আমি জীবন হতে চাই তোর শিরায় শিরায় শিরায় উপার্জিত ক্ষোভ!

০৬.০৪.২০১৭


Comments