ভাঙা সুখ ছেঁড়া ছেঁড়া বৃষ্টি ফুলদানী
ভাঙা আতসকাঁচ;
জেগে থাকা রোমকূপ পরিপাটি বিছানা
ঢেকে যাক আমাকে আজ ঘুমের সাজ।
এখনই সন্ধ্যে নামে পিচমাখা চেনা ঘামে
এখনই ধূসর মুখ আকাশ ভার,
পথগুলি বেঁকে গ্যালো আজ রোববার।
মরে গ্যাছে হোয়াটসআপ মোবাইল ফোন
বাজবে না জানি আর প্রিয় রিংটোন
অ্যাস্ফল্টে পড়ে থাকে হরমোন
একা রাত পড়ে থাকে নির্ঘুম জাগে রোমকূপ,
পরিপাটি বিছানা,
ঢেকে দিয়ে যাক আমায় চির ঘুমের সাজ।।
Comments
Post a Comment