কবিতার হার



সে প্রশ্ন কাউকে করে লাভ নেই যে প্রশ্নের উত্তর আছে জানা।
ক্ষমা ও অপরাধের মানচিত্র পেরিয়ে তুমি দাঁড়িয়ে রইলে ঠায়,
আমার নাকি তোমার নাম করতে মানা!
অকালে বসন্ত এল
সকাল ভেঙে আসল রঙের বাহার,
আমরা হলে এক পৃথিবী হয়,
তুমি আর আমি মানে কবিতার হার!
২৯/০৫/২০১৬

Comments