এই আর কী!

আমরা যারা লিখব বলে ভাবি এবং বিনা মেঘে কাটিয়ে দিই বর্ষাকাল,
অকালবারিশ তাদের অপরাধবোধ নিয়ে দুঃস্বপ্নের ঋণ শোধ করে।
কিছু কিছু গল্পগুজব বারান্দাজুড়ে স্যাঁতস্যাঁত করে হারানো শৈশব আর
অপ্রাপ্তবয়স্ক যৌবনের মত,
আনাচেকানাচে খুঁজেছি তাদের নিরাপদে রাখব বলে!
কলম ভেঙে গ্যাছে, আর্তনাদ হয়ে উঠেছে রিংটোন।
আমার ঠোঁটের আগুনে পুড়ে যাক সামাজিক ফুসফুস,
দশদিন আগে কুড়ি হাজারে নিলাম হয়েছে আমার যৌবন!
২৩/০৫/২০১৬


Comments