যা মনে হয়


 পৃথিবীতে ক্যানো মাধ্যাকর্ষণ আছে বুঝিনা,
স্মৃতির গভীরতা ভার হয়ে জমে থাকে নীচে,
কেউ কেউ বলে ভালবাসা দুর্বল করে গণতন্ত্রকে!

যৌবন ধার করে যারা গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খ্যালে,
ছিন্নমস্তার প্রসাদ তাদের মুক্তি দেবে না, জানি,
জীবন বড় অবিবেচক,
অপশন বলতে চিহ্ন কিম্বা কালাপানি!

আমরা যারা হাড় বোঝাই যন্ত্রণা মেখে রাখি,
নিজেকে বোঝাই হাড়িকাঠ মানে অপ্রথাগত অপদার্থতা,
আমরা বোধহয় মূল্য দিচ্ছি বোধের,
জীবন আসলে সস্তা, আর কিছু না।।

০৪/০৫/২০১৫

Comments