আমাদের কথা


নিশীথ রাতে হঠাৎ করে ঘুমপেয়ালা ভাঙলে পরে একলা চাদর আঁকড়ে ভাবি তোমায় ঘিরে রাত্রিবিলাস আগেও আছে পরেও আছে আতসকাঁচে মাপলে পরে থোড়াই পাবে প্রেমের একক,

বুকের খুব কাছেই আছে তোমার আমার স্মৃতির আঁচড় ঘুম ভাঙলে শুধুই তোমার শব্দ হাঁটে তেপান্তরে বন্দিনী সব শৃঙখলেরা হঠাৎ ক্যামন যাচ্ছে হয়ে স্বাধীন রূপক!

প্রথম সে রাত তোমার হয়ে আগুনজ্বলা আঙুল ভরে শান্তি আমার শিরায় শিরায় রাগ-অনুরাগ-পূর্বরাগে শরীর জুড়ে উপত্যকা মেয়েলীবেলার সকাল ফোটে,

তোমায় ছুঁয়েই আত্মঘাতী আত্মরমণ আত্মরতি উদযাপনের গর্ভভরে সে ভোর মাখি পাখির ডাকে চায়ের কাপে তুফান ওঠে তোমার ঠোঁটে।।


০৮/০৪/২০১৬

Comments