দিনকাল


তারাদের আলোয় বিষাদ ভুলেছে রাত,
তুমি আর আমি প্রজাপতি ঘুম ভেঙে ইতিহাস জমাচ্ছি সন্তর্পণে,
মন্দ স্বভাব পুড়িয়ে দিয়েছে রোদ।
আমরা যারা কফিপেয়ালায় চুমুক,
আমরা আসলে কচ্ছপীয় বিষ পুষেছি শিরায় আর
রক্ত পচিয়ে ব্যবসা খুলেছি হাসিসের।
বুকের ভেতর মৃত মগজের উপদ্রব,
মনখারাপী বিচ্ছেদে
পরিত্যাজ্য অনুচ্ছেদে
নির্দোষ কেউ পারেনা হতে আসলে!
গণতন্ত্রের ছোবলে রাখাল বালক ফের জন্ম নিচ্ছে জেলে
পিছুটান ফেলে এগিয়ে আসছে সংগ্রাম;
বিপ্লব দীর্ঘজীবী হোক,
প্রজাপ্রতি আসলে শুঁয়োপোকার সর্বনাম।।


১৮/০২/২০১৬

Comments