প্রাত্যহিক

আমার শরীরী উপত্যকায় তোর ফসল ফলে।
শীতের রাত্রে জ্বলতে থাকে আগুন মুক্তি কিম্বা মৃত্যু আসবে বলে।
আমার ফেলে যাওয়া অন্ধকারে পিচের রঙ কালো,
জেব্রা বলতে বেঁচে থাকার ইচ্ছে!
শুকনো মুঠোয় তেপান্তরের মাঠ,
তুই ছিলি বলে আজও কলম কথা বলে।
ভিন্ন প্রসঙ্গে, তোকে ফোন করাটা ভবিতব্য বলা চলে।।


০৩/০১/২০১৬

Comments