শকুনির পাশা


আমি মাপিনি পা শকুনির পাশায়,
ওরা ঘেন্না করে আমায়।
এবং অন্তর্ঘাতী লজ্জায় মুখ ঢেকেছে বিষুবরেখা।
বংশধারা পেরিয়ে পাশা হেঁটেছে মৃত্যু সাজিয়ে,
অপরাধী করেছে যার ওপর ছিল ভবিষ্যতের ভার!
কর্মের ভার নপুংসক মাথায়,
তার ধৃষ্টতা দেখে অট্টহাসি আসে,
মেরুদণ্ডের দায় বয়ে চলে সরীসৃপ  এবং এক বুক উপকথা নিয়ে বেহুলার বারোমাস্যা;
শ্লেষ্যা মেখেছে দেওয়াল, পাঁজরে জমেছে ঔপনিবেশিকতা।
তুমি চলে গেলে তদানীন্তন সাথে নিয়ে,
আজও মাপিনি পা শকুনির পাশায়,
ওরা ঘেন্না করে আমায়!


০৮/০২/২০১৬

Comments