অধিকার


ওটুকু দূরত্ব সূর্যের প্রাপ্য,
নিজেরই প্রেমে পড়ে যাই তাই আজকাল,
কিন্তু তোমায় তো পুঁতে রেখেছি জনান্তিকে, নিরীক্ষণে,
এক সূচ জমির ওপর আমারও অধিকার।
কাল সকালে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ফের মাঠে
প্রতিদ্বন্দ্বী আয়না দুর্বল মুহূর্ত খুঁজে অ্যাসিড শানায়,
শিকড় পুঁততে গিয়ে জট খুলে ফেলেছি,
দ্বন্দ্ব ছাড়া কি শিল্প মানায়?
জানালায় আটকে থাকা আগুন জমে চৌকাঠের ইতিকথা,
কিন্তু তোমায় তো পুঁতে রেখেছি অশ্বত্থ ফাটলে,
কিছু কিছু ইতিহাসে আমারও অধিকার!!

১১/০২/২০১৬

Comments