হিংসে

আমি চাই লোকে হিংসে করুক আমায়।
হিংসের জন্য অপেক্ষা করেছি বহুকাল অস্থি মাংস জিরজিরে হাড় মজ্জা বার করে,
ঘড়িবন্দী করে রেখেছি অনন্তকাল।
যে সব কথা বলা হয়ে ওঠেনা কখনওই
তাদের নিয়ে কবিতা লিখি জুড়ে;
আমি আদ্যন্ত কুঁড়ে, পেন মুঠ করে থাকি পায়ে পা তুলে।
আঙুলে তোমার আঙুলভাঁজ কাটা,
বুকে দম আসে তোর দাঁতের ছোবলে!
তোর ওপর খুব বেশী লোভ, এটা জানাতে কবিতার মুখোশ লাগে।
আমি চাই লোকে হিংসে করুক আমায়,
অন্ধকার ফেলে দিয়েছি জেব্রা ক্রসিংয়ে।।

০৩/০১/২০১৫

Comments