কামদুনি ২

বন্ধু ঘুমাও তুমি পাঁজর জুড়ে,
তোমার চোখের তারা খুবলে নিয়েছে যে পশুর ছোবল,
ফাঁসির মঞ্চে ঝোলে ওদের ফেলে যাওয়া অপদার্থ খোল।।

বন্ধু আমার এখনও লজ্জা করে।
চোখ বুজে তোর সর্বাঙ্গে দেখি গভীর নখের ক্ষত,
গর্ভ দিয়েছি ক্যানো মানুষ ভেবে নারী খাদক যত!

আমরা যারা হেরেছিলাম আগেই,
তাদের সামনে এসে দাঁড়ালে টুম্পা-মৌসুমীর দল,
ঝিমধরা শিরদাঁড়া উঠে দাঁড়িয়ে বলে ফের লড়বি চল।।

বন্ধু ঘুমাও আজ শান্তি নিয়ে,
তোমার অধিকারের লড়াই করে আজ জিতল যারা,
বন্ধুত্ব আর মানবিকতার সেরা উদাহরণ তারা।।

বন্ধু তুমি আজ দূর বহুদূরে,
তবুও তোমার জয়ে কোথাও হয়ত আশা খুঁজতে চাই,
শ্বাপদের মাঝে কিছু মানুষ বাঁচে আজও ভাবতে চাই!

বন্ধু তুমি আজ শহরজুড়ে,
রাজ্যজুড়ে যত দ্বিখন্ডিত ইতিহাসেরা মারছে চাবুক,
দামিনীর পর এই দেশ আবার আগুন জ্বালুক!


৩১/০১/২০১৫

Comments