বেমানান


গলার কাছে জমাট বাঁধা নিম্নচাপ
ডিপ্রেশনের পশলা মানেই রক্তচাপ
স্মৃতির প্রান্তে মৃত সময় পা ফেরাক
বিছানায় ছেঁড়া পাখির ডানার রাত পোশাক;

আমার রাত্রি ফিরিয়ে দিচ্ছে চুপকথা
হারিয়ে যাচ্ছে সময়ফেরত রূপকথা
ফুটোস্কোপে ঝাপসা কাঁচ পুরনো জাম
রাত্রি এখন ঘণ্টা মাপে কফির দাম।।

ধোঁয়ায় ভরা অট্টালিকার ইতিহাসে
হাতের কাটা শিরায় গাঢ় নীল ভাসে
তোর সাড়াতেই রক্তে আবার ঝড় তুফান
আমার ছাড়া আর কারো তুই বেমানান!

সুয়োরানী সেজে ইনসমনিয়া বসে পাল্কীতে
হরমোন জাগে তোমার ঘামের সুখ নিতে
তোর নামেই চিপকে আছে আমার ইমান
আমার ছাড়া আর কারো তুই বেমানান।।


০৫/০১/২০১৫

Comments