কামদুনি


বলে গ্যালো কামদুনি আমরাও পারি,
মরতে মরতে কখনও আমরাও মারি,
দশ নয়, দুই হাত তবু্ গ্যালো লড়ে,
টুম্পা কয়াল শুধু বুকের জোরে,
তার সাথী মৌসুমী হার মানেনি,
মমতারাজ ওদের কিনতে পারেনি।

বলে দিল কামদুনি মুছে ভেজা চোখ,
ভারী চোখের পাতা আজ আগুনের হোক,
দূর্গা উঠলে জেগে কলিকার বেশে
চুড়ি পড়া সরু হাত তরোয়ালে মেশে,
ফাঁসির দড়িতে ঝোলে শ্বাপদের পা,
বাঁচাতে পারেনি যাকে প্রলোভন তাজ!

বিক্রীত হয় পরিবার পরিজন
কর্ণের পাশে থাকে একা দুর্যোধন,
ঘৃণ্য পশু তুমি লাশ খেতে পারো,
বন্ধুত্বের হাত লালসার চেয়ে বড়!
খন্ডিত, ধর্ষিত বন্ধুর লাশ,
পারলে এসে টুম্পার ক্ষমা চাস;
আগুন রেখেছ বুকে তবু জ্বলেছ অনেক,
আজ শূন্যতা ভরা নিরব আবেগ।

কামদুনি বারাসাত, রাজধানী দূরে,
একক লড়াই সারা ভারত জুড়ে,
বন্ধুত্বের ঋণ আজ সব শোধ করে,
কর্ণ একলা কাঁদে মিডিয়া জুড়ে,
অবশেষে ঋণহীন সু-দুর্যোধন,
ঘুমা তুই শান্তিতে, আজ ঘুমা তুই বোন।।



কামদুনি মামলার রায়

৩০/০১/২০১৫

Comments