কবে???

তোমায় কাছে পাওয়া

আবার হবে জানি,
কবের নিশানা মারাত্মক,
ঠোঁটের ফাঁকে ব্যর্থ কোল্ড ক্রিম জেগে থাকে,
বিছানা ভেসে যায় ইথারের প্রতীক্ষায়।
রোজ রাতে শূন্য আমি কাছে টেনে নিই এক আঁজলা মৃত্যু,
দিন ফুরিয়ে আসছে
কত কী বলা হয়নি কথা!
শিরায় মাখা হিম
ফুসফুস ভেজা জ্বালানী অপরাহ্ণ;
তোমায় কাছে পাওয়া আবার হবে জানি,
বিষ্ণুপ্রিয়া, তোর নামই যে ঘাতক!
রাধা হ, মীরা হ,
নিদেনপক্ষে দ্রৌপদী,
সাত সমুদ্দুর হাঁটা হয়ে গ্যালো
পিছুটান ছেড়ে পা বাড়ালে নাগর,
আঁচলের টান লাগল যদি পাশে দেখি ঘুমিয়ে ভবিষ্যৎ ---

তোমায় কাছে পাওয়া ভবিতব্য জানি,
কালের দ্রঘিমা বড় ঘাতক।।


২১/০১/২০১৬

Comments