পাঁজর ভালবাসা

সম্পর্কিত ভালবাসার মাত্রা ছাড়িয়ে

পুরুষ ও মানুষ হয়ে যে দাঁড়িয়ে
সাধ্যি কী তাকে সরাবার?
তবু শিকড়ের মত শক্ত যে পিছুটান,
কোনও মূল্যেই ত্যাগ করবার নয়,
গাছেরও তো উড়তে ইচ্ছে হয়?
এই বুঝি বড় হয়ে যাওয়া,
না পালিয়ে, নিজেকে মেনে নেওয়া।


মজা হচ্ছে, এটা আমি করতাম না এতদিন।
‘পাছে লোকে কিছু বলে’ নামের  ভূত
লুকানো ছিল মাথার ভাঁজে ভাঁজে,

মাত্রাছাড়ানো ভালবাসা বেশ কঠিন,
ভালবাসা যদি আঘাত হয়ে বাজে?

খুব সামান্য হৃদয়ের ঋণ,
পঙক্তি বাঁধা ঘর বেঁধেছি বুকে,
নিরাকার বলে লোকে পুজো করে যাকে,
স্বমহিমায় সে আমার পাঁজরে থাকে।

রাত্রি ফিরে যায়,
রাত্রি স্বপ্ন নিয়ে বাঁচে।।


১৫/১২/২০১৫



Comments