ভাঙা ডানার পাখি

কত রাত বয়ে যায়,
ইথার বোঝাই মূর্ত মূর্ছনায়,
পারিবারিক শিকল পায়ে নিয়ে,
প্রেমিক প্রবর ঈষৎ সরে গিয়ে দাঁড়ায় কিছুদূর,
শেহনাই তোলে ভাঙা গিটারের সুর!
বাসাভাঙা পাখির একা ঠোঁটে
রাত্রি কখনো ভোর হয়ে ফুটে ওঠে;
তবুও জানিস মাত্রা ছাড়ায় না,
অপরপক্ষ পা বাড়ায় না!
শিকড়ে আমারও গতজন্মের টান,
তাই পা বাড়ালেও নিশ্চিত ব্যবধান।
তবুও আমার ভাঙা ডানার পাখি,
মনে মনে তোর সঙ্গেই থাকি।

১৫/১২/২০১৫

Comments