এক বিশ্ব

তুমি আর কাউকে দিয়ে যাও,
আমি সেদিন বাড়ি থাকব না।
ফিরতি পথে পা বাড়ানো আকাশ,
কার্নিশে আস্কারা
বুক তুমি অনুমতি নিয়েছিলে কার কাছে?

পৃথিবী তুমি চিহ্ন দিয়েছ যত,
যতিচিহ্ন দিয়েছ তারও বেশী,
শিল্প এঁকেছ তত;
পৃথিবী তুমি এক বিশ্ব দিয়েছ আমায়!

মাঝে মাঝে ভাবি বড় দেরী হয়ে যাচ্ছে।
জিনসে পাজামায়,
Whiskey মাখানো মূর্ছনায়,
ভোরজাগা রাতের ইথার তরঙ্গ,
তোর পুরনো ঠিক আর ঠিকানা মনে পড়ে;
সূত্রধর, আমার ফাঁসির মঞ্চ দেখতে ইচ্ছে করে!

নেই নেই, ভবিষ্যৎ নাকি নেই!
নাকি আছে, শুধু জানা নেই?
বিষে মিশে বাস, তবু তোর এত ভয় কিসে?

হাতের মুঠোয় ভবিষ্যতের রেখা,
পৃথিবী তুমি রেখা দিয়েছ যত,
কক্ষপথ দিয়েছ তারও বেশী,
স্পর্ধা দিয়েছ তত ---
পৃথিবী তুমি এক বিশ্ব দিয়েছ আমায়।।



১২/০৯/২০১৪

Comments