অসুখ তোকে মানায় না......

বুকের ভেতর খাঁজ কাঁটা বিষ,
তোর চুপ থাকা সমুদ্রের মত, বড় বেশী গভীর;
কোলের ছেলের আদরের মত,
এক পশলা রোদের মত তুই আসিস,
আমি আঁজলা ভরে মেখে নিই সুখ;
অসুখের এক পৃথিবী থাক,
তুই ছাড়া আমায় কেউ ছুঁতে পায় না ----
অসুখ, তোকে মানায় না......

তোর চুপ থাকা কবিতার মত, বড় বেশী ছান্দিক,
শিশুর প্রথম হাসির মত,
মাতাল কালবৈশাখীর মত আস্কারা লাগে না,
অসুখ মেখে এক পৃথিবী থাক,
তুই ছাড়া আমায় কেউ ছুঁতে পায় না ----
অসুখ তোকে মানায় না......


১৯/১২/২০১৩

Comments