আমিন...

ভাঙা স্বপ্নের ফেরিওলারা শালুক পুঁতেছে মাঝপুকুরে,
মাছেরা সেদিন নাইট্রাস অক্সাইড মেখে ঘাপটি মেরে ছিল পাকযন্ত্রের অকাল মৃত কোণায়।
এবং নেশাসিক্ত হেসে চলেছিল খিলখিল... খিলখিল...

আস্তাবলে জমা বিক্রীত ঘোড়ার ধ্বংসাবশেষ,
কাঠের টুকরো রক্তপাত বিশেষ,
তবুও তোমার মহিমা অপার,
তোমার নামে বিশেষ জন্মদিন,

শতক মুছে দায়ী হয়েছে মুহূর্ত,
প্রভু যীশু, আর কতকাল বলবে আমিন???


২৮/১১/২০১৩

Comments