নামহীন ৩


বুকের বাঁ দিকে বৃষ্টির চেনা রূপকথায়
কেউ হেঁটে যায়!
আমিও বালি মেখে নোনা জল কবিতা পাঠায়,
অচেনায়!
নীল ঢেউ,
ছায়ায় মেশা চেনা কেউ,
ডাক পাঠায়;
আমি মেঘ,
নিরাকারের ভাবাবেগ,
তোকে চাই. . .
বৃষ্টি তাই. . .
আদর নখে মেখে ঠোঁট ছুঁয়ে চোরাগলি পা
যেতে চায়!
একা দিল
কী করে এত অনাবিল
উড়তে চায়. . .
হাত বাড়ায়. . .


১৯/০৮/২০১৩

Comments