তোর. . .


আমার শরীরে মৃত্যু আসে তোর!
যখন শুধু আঙুল ছুঁয়ে থাকি,
টুকরো হাসি জেগে থাকে রাতভোর;
কাগজে রাখা সইয়ের রঙ লাল,
নাম হারিয়েছে লালের সোহাগ ডোর,
তবু যখন একলা রাতে কাঁদিস,
আমার হৃদয় কান্না মাখে তোর!
চাঁদের আলোয় বিষের শ্বাস নীল,
ডুবে যায় যত রঙ্গোলী প্রান্তর,
কিন্তু যখন একলা ডুবে থাকিস,
আমার চোখে দীঘির জল তোর;
তোকে ডাকি বলে অকালবৈশাখী,
আমি তোর অকালমেঘের ঝড়...


২৪/০৮/২০১৩

Comments