গন্ধ ভেসে আসে তোর. . .

জমে  থাকা জামাকাপড়ে গন্ধ ভেসে আসে তোর,
কী করে আস্কারা দিই তোকে,
যখন ভবিষ্যৎ অন্ধকার,
অব্যক্ততায় মিশে গ্যাছে ভোর!

টানাপোড়েনের ছুটি কাটানোর ছেলেবেলা ---
তুই, আমি, আমরা সবাই আলজিভে নিকোটিন রেখে
যৌবন পেয়েছি,
আর রাতের শেষ রজনীগন্ধা মৃত্যু ছুঁয়েছে
আপৎকালীন অপদার্থতায়!
বিশৃঙ্খল সময়ে, গন্ধ ভেসে আসে তোর।
কী করে আস্কারা দিই তোকে;
প্রশ্নেরা আন্তর্জাতিক,
হারিয়ে গ্যাছে সহজপাঠের উত্তর।।


০৯/০৮/২০১৩

Comments