প্রেমিক

তুমি কার জন্য এসেছ প্রেমিক?
কার জন্য?
যখন দূর দুরান্তের মেঘ পেরিয়ে সকাল আসে,
তুমি কার জন্য আস?
যখন ঘুম ভাঙা ভোরে এলো চুলে ছাত পাড়ে,
তুমি গোলাপের মত হাতে কাঁটা বিঁধিয়ে কার জন্য দাঁড়িয়ে থাক?
যখন রক্তেরা চঞ্চল, অভিসারে,
যৌবন, তুমি কি যুবক বেশে আস?
আমার নিশিজাগা রোদ্দুরে,
সোহাগের সোপান ফেলে ভেজা উঠোনে আঁচল বিছিয়ে এলে,
তুমি কি নূপুর ভালবাস?
প্রেমিক, তুমি কার জন্য আস?
ভালবাসা হারিয়ে গ্যাছে আমার,
অধিকার চাই না তো নষ্ট আঙুলে,
তবু কবে যেন একদিন ভোর হয়ে এলে?
সেদিন থেকে আমার রাতজাগা চোখে,
না ছোঁয়া আঙুল আশ্লেষে মেশে,
তোমার বাদামী তারার মায়ায়,
ভেসে গ্যালো রাজপাট এক নিমেষে!
তুমি সুন্দরের মত পবিত্র;
প্রেমিক, আমি সোহাগের মত রিক্ত!


২৪/০৭/২০১৩

Comments