আলপিন

নিঃশব্দতা কখনো বড় শাব্দিক,
অভিধানের অনুপ্রবেশ মানা যায়না সেখানে;
গাছের আড়ালে লুকিয়ে পড়া অতীত জানতে চায় তুমি কোথায়?
আমি এখানে!
তুমি লীলা মেনে নিলে বুক পেতে,
ম্লানমুখে অনুগামী হয় রাতপাখিরা,
গলায় ঝোলানো নামাবলীর আস্কারায়
অধিকার নিতে এল আগুনেরা।
তারপর যবনিকা, এবং রাত্রি এল,
গর্ভে ভরা দিন;
তুমি ছুঁয়ে গেলে শেষ নীল পথ,
তুমি হাতে দিয়ে গেলে আলপিন!
তবু কেউ ভয় পায় আমাকে,
আমি বলতে জমানো অ্যাসপিরিন,
খাণ্ডবদাহন শিক্ষা দেয়নি কোনও,
এখনও অবহেলায় জমাট বাঁধা দিন!
তুমি হাতে দিয়ে যাও আলপিন।
আর শিরারা জ্বলুক,
চাপা উত্তাপে ভেঙেচুরে যাক নিঃশ্বাস,
আর সুখেরা পুড়ুক।
রাতজাগা ভোর খুব অমলিন,

যন্ত্রণার আরেক নাম আলপিন।

০৭/০৭/২০০৮

Comments