তোমার জন্য


রাতের বড় নজর লেগে যায়,
ঘুমের ভেতর চাদর ভিজে যায়,
আদর মাখা গালি দিই তোকে,
চোখের পলক নিচু হতে চায়. . .
আকাশ এখন
অবুঝ শান্ত,
জীবন যেমন
আদি অনন্ত. . .
চাই বলেই ছুঁতে চাই না তোমায়,
আসব তবু আলোয় মিশে!
খিদের ডাকে ঘুম ভেঙে যায়,
সকাল ক্যানো আদর দিয়ে যায়,
কখন কিসের টানে কে জানে আমার মত কেউ খুঁজে পায়
সকাল বেলা তাকিয়ে দেখি আছি আমি তোমায় মেখে. . .
জানি না তো
কখন কীভাবে
ছুঁয়ে গ্যাছো
মৃত্যু আসে তোমার অভাবে!
যে যাই বলুক
আসব আমি
তোমার জন্য
সকাল মেখে. . .


০৯/০৭/২০১৩

Comments