জাড্য


আমার কিছু জাড্য ছিল, ঝাঁঝালো, অবিন্যস্ত,
অকাল পেকে পাংশু হল প্রাত্যহিকী পোস্ত!
বাতিল কিছু রিস্তা ছিল, রঙের সাথে রক্তের,
বেচতে গিয়ে বারিস্তা হল ভোগের কফি কাপের।
আমার কিছু রিস্তা ছিল, অশ্রু নাম কে ওয়াস্তে,
আমার নাম রাত্রি হল, কুরুক্ষেত্র পাত্রে!
ইতিহাস বড় সূক্ষ্ম লাগে, ট্যাবলেটের মত,
মৃত্যুর মত লালন করা ক্ষত।
রোজ সকালে আকাশ বড় হয়,
রোজ সকালে, আমি বড় ব্যস্ত,
আমার কিছু মুক্তি ছিল, ঝাঁঝালো, অবিন্যস্ত!


০৬/০৭/২০১৩

Comments