সকাল


পাড়ার মোড়ের সাতটা মুখ আমরাও দিতে পারি,
তাতে ঐতিহ্য আসে না।
উত্তরে দক্ষিণ বলল, তোরা পঞ্চমুন্ডির আসনে বোস!
বসলাম।
সকালবেলা, ভয় নেই;
ধীর স্থির চোখে তাকিয়ে আকাশ বলল দেখে ফেললে?
এখনো বহুদিন বাঁচতে হবে তোমাকে।
সকালে জন্মালে নাকি আয়ু বেড়ে যায়!
দায় আর দায়িত্বের দূরত্ব ঘুচে গেলে জমে ওঠে অভিমান,
অভিমান আগুনে পোড়ে না।
উত্তর দক্ষিণে আসলে মানচিত্র পাল্টায় না।
হয়ত বা মূল্যবোধ!
তোর কাছে মুক্তি রাখা আছে জানি,
প্রশ্ন হচ্ছে, সে মুক্তি আমি নেব কি না!
সকাল দেখলে, শুনেছি আয়ু বেড়ে যায়,
কখনো কখনো সেটা মন্দ হয় না।।


০৮/০৭/২০১৩

Comments