নক্ষত্র

রাত্রিকালীন খাতার পাতায় অনুশীলন,
তুই আর তোর ভাঙা গীটারের আস্ফালন,
গীটার বলতে সবাই যা কিছু ভাবে,
পা বেড়েছে তারও খানিক আগে;
কালকে রাত্রে হিমবাহদের অগ্ন্যুপাত,
সাঁতরে পালিয়ে বাঁচবার সব পথ লোপাট,
নক্ষত্র একলা আলোর হিমযুগে,
মাটির বুকের ঝলসানো রূপ নীল চোখে!

উড়ানের গান গীটারের মত শরীরী নয়,
পালিয়েছি তাই বন্দী হওয়ার ভয়টা হয়;
পরিস্থিতির ঘূর্ণাবর্তে পুলিশি রাজ,
আমার জন্যে গীটার বাজাক হিংস্র বাজ,
টুকরো হওয়ার সম্ভাবনাকে ঘিরে,
মৃত্যুর বেশে জীবন এল ফিরে।
রাত্রিকালীন যৌনাভাবে নিশিযাপন,
দুরাভাষ নেই, জানা যায়নি দিন ক্যামন,
নক্ষত্র একলা পেরোয় আকাশগাঙ,
রক্তে তার মাটির ভাঙা সুরের টান।।


০২/০৮/২০১৩

Comments