বিষ হয়ে

অক্ষরের দূরত্বের মত নিঃশ্বাসের ভিত,
পাপের মত বৃষ্টি নেশা বাড়ায়,
আজ ভিজতে দে, জ্বলতে দে আমায়
তোর ভুলে।

আঁচল খোলা আকাশের মত বুক,
ভারী হয়ে আসে বিষাক্ত মৌখিকতা,
মনে পড়ে যায় গতজন্মের সুর, হাসি,
মৌনমুখরতা।

যৌন রাতে বেদ উলঙ্গ হাতে,
লণ্ডভণ্ড বিদ্যুৎ মাখা তার,
ঘড়ির কাঁটারা পথ পেরিয়ে গ্যাছে,
নির্বিকার।

তবু তুই আসিস রোজ রাত্রে,
আসবি জানি আবারও পুড়তে, ভিজতে,
তবু ক্যানো শিরায় এখনও রক্ত,
ক্যানো পারিস না তুই বিষ হয়ে মিশে ছুটতে।।


০১/০৭/২০১৩

Comments