বেবাসি

ভাঙনের রূপে আকাশ ছুঁয়েছে নীড়,
ভুলিয়ে দাও জনার্দনের হীর,
বুকের ভেতর হাজার কাঁটার আলো,
জ্বলে যাওয়া তবু পুড়ে যাওয়া থেকে ভাল!

অগোছালো একা মেঘের আয়নাঘর,
জীবাশ্ম হয় যারা আগুনখোর,
জীবন যদি মৃত্যু ছুঁয়ে ফেরে,
বুকের আগুন বন্দী বাসি শিকড়ে;

টুকরো হতে দেখবি শবের মত,
জনার্দন বয়ে বেড়াক আমার ক্ষত,
শরীর যখন মশাল বয়ে চলে,
শুধু তুই নোস হীরও একলা জ্বলে...


২৯/০৬/২০১৩

Comments