স্বপ্নপুরুষ


স্বপ্নপুরুষ সময়ের পরে এলে,
রক্ত যখন জোয়ার ভুলে গ্যাছে,
যখন মাপকাঠিতে মানিয়ে নেওয়া পা;
স্বপ্নপুরুষ নক্ষত্র হয়ে থাকো,
মাটির বুক তোমার জন্য না,
স্বপ্নপুরুষ আমার বুকে হাঁটো,
যন্ত্রণা দাও,
চোখের জলে আঙুল ভিজিও না
আমার রক্তে সময় চাপা আগুন,
ছুঁয়ে দিলে তুমি আমূল যাবে ভেসে,
স্বপ্নপুরুষ যন্ত্রণা হয়ে থাকো,
স্বপ্নমাখা আতর ছড়িও না
তোমার জন্যে মৃত্যু দেখতে পারি,
নখের পাশে পোড়া রক্তের দাগ,
তোমার জন্যে আবার লিখতে পারি,
যন্ত্রণা দাও, ভালবাসা জমা থাক

পাথরচাপা ঠোঁটের মত বালিশ,
তোর জন্যে নাহয় আকাশ ভেঙে ফেললাম,
স্বপ্নপুরুষ বিষের মত নীল,
তুলির টানে আস্কারা এঁকে ফেললাম
বড্ড বেশী দেরীর পরে এলি,
পায়ের ছাপে মাপ আঁকিয়ে ফেললাম,
পাঁজরের ভাঁজে গর্ভমাখা নদী,
তবুও তো বুকেই জোয়ার খুঁজলাম!
মেঘের পর আকাশছোঁয়া বাড়ি,
তারার আলোয় মেঘ হারিয়ে ফেললাম,
তোকে ছাড়া বাঁচব না বলে তাই,
আঙুল ছাড়া পথের খোঁজে চললাম
তোকে ছাড়া বাঁচব না বলে তাই,
চলতি পথের বাঁক ফিরিয়ে নিলাম।।


২৯/০৬/২০১৩

Comments

  1. Replies
    1. eta aro onno onek'r golpo. swopnopurush'ra sadharonoto odhora'i thke jay.

      Delete

Post a Comment