Reconstruction 6 : নিষ্ক্রমণ

পাঁজর ভরা নিষ্ক্রমণের নীল,
পোড়া নিশ্বাস ভাঙছে, হচ্ছে ধোঁয়া,
ভেজা ভেজা মন,
নীল খাম মেখে আসে বিষণ্ণতা।
জমাট রক্ত ঘুমিয়ে আছে স্নায়ুর ভিতর,
নিস্ক্রিয়তার যমজ মনোবৃত্তি,
ভাবনাচিন্তা চলৎশক্তি হারিয়ে,
নিষ্ক্রমণে খুঁজছে নিষ্কৃতি।।

২৪/১২/২০০৪
Reconstructed on ১৭/০৩/২০১৩

Comments