Reconstruction 4 : মাইলস্টোন

হাওয়ার ডাকে বেঁকে যায় পথ,
এপাশ ওপাশ দিকচিহ্ন নেই,
কবির কোন লাগে না মাইলস্টোন,
কিন্তু আমি তো কবির মত নই।

আমার পায়ে শিকল পিছুটান,
আমার আছে রাতদুপুরের শপথ,
আমার পথ হারিয়ে যায় হাওয়ায়,
কবির পায়ের ছাপ মাইলফলক।

আমার রাস্তা ক্লান্ত রাত্রিদিন,
আমার রাস্তা মাইলফলক খোঁজে,
পথ হারালে ক্ষণজন্মা সুখ,
সুখের দুঃখ কেবল কবিই বোঝে।

১৮/১১/২০০৪
Reconstructed on ১৪/০৩/২০১৩

Comments