Reconstruction 2 --- পারি



ক্ষমার নামে শাস্তি দিতে পারি,
আঙুল তুলে বিকৃত বলে যারা,
তাদের ভক্তির নামে ত্রিশূল দিতে পারি।
তোমায় দ্যাখা শেষ হয়নি আজও,
বুকের ভাঁজে রক্ত রাখতে পারি;
দুঃখ পুষে বড়লোক হল যারা,
তাদের দুঃখ বলে সুখ বেচতে পারি।
নিম্নচাপের লালচে মাতাল আকাশে,
মাটির মত গর্ভে ফিরতে পারি,
মরব জেনেও শুধুই তোমার জন্যে,
কবি, আমি এখনও বাঁচতে পারি।।

Reconstructed on ১৪/০৩/২০১৩ 

Comments