
আমি জানি তুই আছিস,
ঘামে-রক্তে-হতাশায়।
তুই আমার শিরায় শিরায় বিষ,
তুই বড় নেশার মত আসিস!
গভীর রাতে মিশিয়ে রাখা ঠোঁট,
জানালা খোলা, দেওয়ালের ফিসফিস,
প্রেমিক তুই জ্বালাস অহর্নিশ!
তোর পরিচয় ঐতিহাসিক স্মৃতি,
তুই ছায়াশরীরে ডাকিস নিভৃতি,
ব্যাগে আমার জমিয়ে রাখা দিন,
পাঁজর বিঁধছে হাজার আলপিন!
পেন্ডুলামের মত সময় দোলে,
মৃত্যু ছড়ানো একনায়কের কোলে,
ঘাসের ভিতর চোখের জলের ঋণ,
প্রেমিক তুই আসলে অন্তহীন!
১৭/০৩/২০১৩
Comments
Post a Comment