সুখ

বড় সুখে বড় মরে যেতে মন করে,
সুখ বড় অ-সুখ;
বিছানার ভাঁজে বয়ে যাওয়া যৌবনের মত রক্তেরা ঘুমিয়ে আছে তদানীন্তন জেলে,
তুমি এলে।
প্রান্তিক রূপকথারা জ্যোতিচিহ্ন ভুলে পা বাড়ায় ---
আস্কারা পেলে শুঁয়োপোকা হয়ে ওঠে প্রজাপতি,
খুনীরা কবি হয় বন্দুক ফেলে দিলে!!

১১/০৩/২০১৩

Comments