নীল পৃথিবী

ছেঁড়া ছেঁড়া হলদেটে মলাটে আঁকা পৃথিবী,
নিকোটিনে পুড়ে যাচ্ছে শুকনো টান।
রাত ভোর রাত নীল রাত জেগে থাকা পৃথিবী,
রুমালের ভাঁজে ভাঁজে জমে থাকে ঘামের নাম।
যদি বিষের লোভে বেচে দিই আজ ভাঙা গীটারের স্মৃতি হয়ে যাওয়া প্লেকট্রাম!
আমিও আছি মৃত জেহাদির দলবদলে
কবিতা আসলে মৃত কবিদের বেচে থাকা দাম।
তুমি আসবে বলে বিজ্ঞাপনের নীল ছবি আজও ছাপেনি বয়ান!
ভালবাসবে বলে দিতে পারিনি আজও জমা পুঁজ রক্তের ড্যাম।
নীল বিষে আঁকা স্বপ্নিল নীল রঙা আকাশে,
তুমি তুমি ভেবে সময় ফিরিয়ে দিল সর্বনাম।।

১০/১০/২০১২

Comments