কবি,


এ শরীর কষ্ট দিয়ে আনন্দ পায়,
অন্য মনে, তুমি শোন কি তার কথা?
কালো রাত্রি ঢেকে যায় নিষ্পাপ কুয়াশায়!
আমি আগুন খেয়ে জমিয়ে রেখেছি বেঁচে থাকার স্বপ্ন,
তুমি আগুন হয়ে পড়েছ ফেটে মাঝরাতে,
ফুটপাতে,
যখন নগ্ন তারারা ছড়িয়েছে আলো উষ্ণতার আভিজাত্যে!
আমি কারো বিষ, কারো হাসিস,
কবি, আমায় কিছু নিঃশ্বাস এঁকে দিস. . . . . .

০৭/০৭/২০১২

Comments