থেকে যায়...

পরিশীলিত প্রেক্ষাপটে সামনে আসে না দুরূহ সময়,
আমার মায়া জানালার শিকগুলি ভিজে যায় ব্যস্ততায়;
দিনগুলো বড় পিছুটান রেখে কেটে যাচ্ছে,
কোলবালিশের মালিশে ভুলে যাওয়া যায় না আত্মবিসর্জনের চিত্রনাট্য!
ল্যাম্পপোষ্টের খাঁজে জমে থাকা আলো উপচে পড়ে উপুচুপু অন্ধকারে,
রক্তে তখন শিরার টান...
ভুল হয়ে গ্যাছে,
যারা চলে গ্যালো তাদের আজো বলা হয়নি ফিরে এসো;
বরাবর একই ভুল ঠিক থেকে যায়!

০২/০৬/২০১২

Comments

Post a Comment