যুদ্ধ

কিছু যুদ্ধ, নিয়ে খেলে,
কিছু শাবক, বড়রা গেলে,
কম সংখ্যক, ধৃষ্টতারা, পুড়ে ছাই;

আড়ালে, আর আবডালে,
মৃত কথারা, ফিরে তাকালে,
মনে হয়, পানপেয়ালায়, বিষ চাই;

কোনও রাতহীন, দিনযাপনে,
বা ছান্দিক, অবগাহনে,
মরা নদীদের, নুড়ি পাথরের খোঁজে যাই;

আমার রাতভোর, জেগে খেলারা,
আমার দিন দিন অবহেলারা,
কবি তোমাকে, শুধু তোমাকেই দিতে চাই!!

কবি তোর হাতে, থাক বন্দুক,
আর কলমেরা, থাক প্রস্তুত,
চিৎকৃত স্বরে, আজ বেজে ওঠ শেহনাই;

সব রঙচটা, বার্ণিশে,
ঘাম রক্তে, আর বালিশে,
আজ প্রেম নয়, শেষ যুদ্ধ রাখতে চাই......

১১/০৪/২০১২

Comments