গ্যাসবাতি

কেঁপে ওঠা চুল
মুঠো আগুনফুল
লুকোচুরি কুয়াশা উধাও,
রাতপাখি ডাক নেই কোথাও...

ভাঙা সম্মোহন
শুধু দিনযাপন
ফাঁকা তুলি নীল কালি চাও,
ছোটবেলা, মেলা, সব উধাও...

একা অ্যাসপিরিন
কাল মেঘলা দিন
ছায়া প্লিজ হাত ধরে নাও,
গ্যাসবাতি আলো ছুঁয়ে যাও......

২৮/০১/২০১২

Comments