গাছের মত

আমার যৌবন ছিল গাছের মত,
যারা কখনো কাঁদেনি শিশুমৃত্যুহারে;
যারা টুকরো আলো খোঁজে পাখির ডানায়,
যারা পৃথিবী মেপেছে ন্যাড়া ছাদের ধারে,

কিছুটা উষ্ণ জলে কিছু পুড়তে চাওয়া,
নরম ভেজা রোদে সিক্ত হওয়া,
রাত নেমে আসে তাও খয়েরি মলাটে,
শিশু রঙপেন্সিলে মা'র ছবি আঁকে;

আমার যৌবন একা ঘুড়ির মত,
শিকড় ছিঁড়ে ওড়া হয়নি আকাশে,
আকাশ ঝরায় জল শিশুমৃত্যুহারে,
শিশুরাই আসলে আকাশ হতে আসে!!

০৩/১১/২০১১

Comments

Post a Comment