কাঁচপোকা

হ্যাভস আর হ্যাভ নটসের পারস্পরিক ব্যবধানের মাঝে দাঁড়িয়ে কাঁচপোকা দেখেছিল তার গায়ের রঙ মেঘলা,
শরীরের প্রতিটি সীমান্তে ছড়িয়ে আছে ধূসর স্থিরচিত্র,
কাঁচপোকা বুঝেছিল সে নিতান্তই মজ্ঝিমপন্থা;
পরবর্তীতে পাতা উল্টে দেখেছিলাম এটা তোমার দ্বিতীয়ার্ধ।
খাবার পাত্রে বসা মাত্রই অন্নপূর্ণা এসে বলেছিল এখান থেকে নয়, অ-পাত্রে খাও,
আর গেঁথে দিয়েছিল শরীরে তরল বিষুবরেখা;
তারপর আঁকা ভুরুর মাঝে টিপ-এ থাকা,
কাঁচপোকা বুঝেছিল,
সে নেহাতই মজ্ঝিমপন্থা!!


০২/০১/২০১২

Comments