কখনও...

কখনও জমানো মেঘ ভ্যাপসা হলুদ,
কখনও রঙেরা বাঁচে নিজের নামে,
কখনও পাল্টে যাওয়া মলাট তুমি,
কখনও বাষ্প চিঠি ভেজা খয়েরি খামে...

কখনও হেঁটে যাই সুইসাইডের পাড়ে,
কোনও নীল বিকেলে চেনা খাদের ধারে,
অন্যমনে তুমি কুয়াশা যখন,
কিম্বা কবিতা ফেরি আমায় ঘিরে...

আবার কখনও ফের শীতল আড়াল,
আমার রক্তপলাশ উড়ে যায় বাতাসে,
হাতছানি দেয় ন্যাড়া ছাত, আলসে,
কখনও নদীর মত চেনা শহর একক...

কখনও শুকনো পথ সুইসাইডের পাড়ে,
কখনও আকাশ ভরা কিছু ব্যথার নীল,
কখনও আবছা ঘেরা আড়াল তুমি,
কখনও বৃষ্টি নামে প্রতি বিকেল বারে......

০৪/১২/২০১১ 

Comments