প্রলাপ এবং......

আমি কোনও আলোকিত পথ রাখিনি জোনাকিদের জন্য।
আমি ঘুমিয়ে পড়েছি কাঁচের মাটিতে,
তারপর বৃষ্টি হয়ে মুছে গ্যাছে বিষুবরেখার দাগ!
জন্মমাত্রে দায় থেকে যায় জীবণ দেওয়ার!
তবু উপত্যকারা বিকিয়ে যাচ্ছে হিমবাহদের গর্ভে,
অসুখী ট্রাম ছুটে যাচ্ছে পাঁজর ভেদ করে,
এক চুমুকে ককটেল পান কলকাতার ঘাম-গন্ধ-বমি...
আমি মধ্যরাতের মজলিশে শুনিয়েছিলাম খসা তারাদের শুনানি,
বালিশের পাশে গুঁজে দিয়েছি সুনামি,
তারপর একবুক ঝড় নিয়ে ঘুমিয়ে পড়েছি কাঁচের মাটিতে জন্মান্ধের মত!!
সর্বনামে হারিয়ে গিয়েছে মধ্যযাম,
আমি অধিকার জানতাম!! !!

২৬/০৩/২০১২

Comments