যে মাসে

যে মাসে বন্ধ হল ঋতু,
সে মাসে বাস আমার উড়ালপুলমুখী,
চুলচেরা হাওয়া ঢালু স্রোতে......
কাঁচমুখী শিল্পদের জারজ জন্মস্থান,
শহর বিস্তৃত খবরের কাগজে!!
আমার ভয়ের নাম ছিল ক্রোমোজোম,
যে বাসা বেঁধেছে আমার শরীরে,
আমার ভয়ের নাম আলিঙ্গন,
দুপুরের asphaltএ অচেনা শহরে।।

০৭/০১/২০১২

Comments