টলি ছাড়িয়ে নেতাজী


টলি ছাড়িয়ে নেতাজী, ক্যামন আছিস এখন?
আমি থেকে গেছি শহরের নেমপ্লেটে ;
চাঁদ ছোঁয়া আর হল না আমার,
তবু চেষ্টা করতে ক্ষতি কী?
কোথায় আছিস? এক আঁজলা ভেজা আলো পাঠাতাম......
চাঁদের তো আর বাড়ি হয় না, ওই এক চরকা কাটা ঘর,
তাই জমা জল বাষ্প হয়ে মেঘ হয়,
আর মেঘ ফুরিয়ে আসে শীত,
অবিরাম একলা শীত........

Comments